1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অনলাইনে জার্মান সামরিক বাহিনীর গোপন মিটিং

৬ মে ২০২৪

ভিডিও কনফারেন্সের জন্য ব্যবহার করা ওয়েবএক্স প্ল্যাটফর্মে ত্রুটি থাকার কথা শনিবার স্বীকার করেছে জার্মানির সামরিক বাহিনী বুন্ডেসভেয়ার৷ এর আগে মার্চে জার্মান বিমানবাহিনীর কর্মকর্তাদের কথোপকথন অনলাইনে প্রকাশ করেছিল রাশিয়া৷

https://p.dw.com/p/4fXMG
জার্মান সামরিক বাহিনীতে যোগদানের অনুষ্ঠান
এসব মিটিংয়ে দূরপাল্লার টাউরুস মিসাইল, যেটি ইউক্রেন চাইছে, এবং অনলাইন যুদ্ধের মতো স্পর্শকাতর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছেছবি: Stefan Sauer/dpa/picture alliance

জার্মানির সাপ্তাহিক সংবাদপত্র ডি সাইট-এর অনলাইন সংস্করণ ‘সাইট অনলাইন' শনিবার জানায়, ওয়েবএক্স-এ সাধারণ সার্চ টার্ম ব্যবহার করে তাদের প্রতিবেদকেরা বুন্ডেসভেয়ারের ছয় হাজারের বেশি মিটিংয়ের খোঁজ পেয়েছেন৷ এরমধ্যে কিছু মিটিং গোপন থাকার কথা ছিল বলেও জানিয়েছে পত্রিকাটি৷ এসব মিটিংয়ে দূরপাল্লার টাউরুস মিসাইল, যেটি ইউক্রেন চাইছে, এবং অনলাইন যুদ্ধের মতো স্পর্শকাতর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে৷ এসব মিটিংয়ে দুই লাখ ৪৮ হাজার জার্মান সেনার অংশ নেওয়ার কথা৷

ওয়েবএক্স-এর নিজস্ব সংস্করণ ব্যবহার করে বুন্ডেসভেয়ার, যেটি সাধারণের ব্যবহার করা ওয়েবএক্সের চেয়ে বেশি নিরাপদ হওয়ার কথা৷

সাইট অনলাইন বলছে, মন্তব্যের জন্য বুন্ডেসভেয়ারের সঙ্গে যোগাযোগ করার পর তারা নিরাপত্তা ত্রুটি সম্পর্কে জানতে পারে৷

বুন্ডেসভেয়ার বলছে, বিষয়টি জানার ২৪ ঘণ্টার মধ্যে ত্রুটি ঠিক করা হয়েছে৷ ‘‘অনুমোদন ছাড়া বা অংশগ্রহণকারীদের অজ্ঞাতে ভিডিও কনফারেন্সে অংশ নেওয়া সম্ভব ছিল না,'' বলে বুন্ডেসভেয়ারের এক মুখপাত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন৷ ‘‘সেজন্য় গোপন কোনো কন্টেন্ট কনফারেন্সের বাইরে যাওয়া সম্ভব না,'' বলেও মন্তব্য করেন তিনি৷

ইউক্রেনকে দূরপাল্লার মিসাইল দেওয়া নিয়ে জার্মানির বিমানবাহিনীর চার কর্মকর্তার কথোপকথন গত মার্চে টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করেছিলেন রাশিয়ার সরকার সমর্থিত আরটি চ্যানেলের প্রধান৷ ঐ চার কর্মকর্তার একজন ছিলেন বিমানবাহিনীর প্রধান ইঙ্গো গেয়ারহার্টৎস৷ সাইট অনলাইনের সাংবাদিকেরা এবারও তার অনলাইন মিটিং রুম খুঁজে পেয়েছেন৷

জেডএইচ/কেএম (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান